Random World BD

A Non-Profitable Online Money Making Site- Learn More For Earn. Watch Full Video [ it's FREE ]

Promotional Ads

Bitcoin Ads

Monday, April 8, 2019

এই পৃথিবীতে সবচেয়ে বেশী পড়ুয়া জাতি রুশ জাতি। ❤️

এই পৃথিবীতে সবচেয়ে বেশী পড়ুয়া জাতি রুশ জাতি। ❤️

ধরুন আপনি ট্রেনে উঠেছেন,  মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাবেন। গোটা ৪ ঘণ্টার ভ্রমনে দেখবেন মানুষ বইয়ের দিকে কেমন বুঁদ হয়ে আছে।  যেন বই পড়ার প্রতিযোগিতা চলছে তাঁদের মধ্যে। হয়তো কেউ মোবাইলের দিকে তাকিয়ে আছে বহুক্ষণ ধরে, কাছে গিয়ে দেখবেন পিডিএফে বই পড়ছেন ভদ্রলোক।                                                                              

অনেকে সিট না পেয়ে দাঁড়িয়ে যাচ্ছেন অথচ হাতে ঠিকই বই মেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছেন। ছোট ছোট বাচ্চা মায়ের পাশে বসে বই পড়ছে, মাও বইয়ের তাকিয়ে যেন মারা গেছে এমন অবস্থা।

কেবল ট্রেনে কিংবা বাসে না। পার্কেও একই অবস্থা। ঘণ্টার পর ঘণ্টা বই পড়ে অবসর কাটিয়ে দিচ্ছেন বৃদ্ধরা। অফিস শেষে আড্ডা জমেছে, সেখানেও গতকাল কোন বই কেমন লেগেছে তার আলোচনা।  একই অবস্থা কফি শপ থেকে চায়ের দোকান, রেস্টুরেন্ট, ব্যাংকেও। সামনে লম্বা সিরিয়াল তো দাঁড়িয়ে কিংবা বসে বই পড়ছে রাশিয়ানরা।

রাশিয়ার মোট জনসংখ্যার শতকরা ৪০ ভাগই মাসে অন্তত ৫টি করে বই কিনেন। ৭০ ভাগ পরিবারেই ব্যক্তিগত লাইব্রেরী আছে। ❤️

আর আমরা বাংগালী,বই দেখা মাএ ই আগে বইটা কতটা চিকুন ও  মোটা তা আগে দেখে নেই। 😊
#আর আমাদের কাছে বই পড়া মানে মানসিক প্রেসার।আর অল্প বয়সে চোখে চশমা, ও মাথা ব্যাথার শিকার।
😊🙊😊

No comments:

Post a Comment

Earn Free Bitcoin Free [ Ads ]