Random World BD

A Non-Profitable Online Money Making Site- Learn More For Earn. Watch Full Video [ it's FREE ]

Promotional Ads

Bitcoin Ads

Monday, April 8, 2019

অর্থ_কিভাবে_হয় How To Increase Money

#অর্থ_কিভাবে_হয়?

ইনকাম করতে পারাটা একটা টেকনিক আর খরচ করাটা একটা শিল্প। যে যতো গোছায়ে খরচ করতে পারে সে ততো স্বচ্ছল। ইনকামের চেয়ে শেখাটা জরুরী, কিভাবে একুরেটলি টাকা খরচ করতে হয়।

অনেকেই ভাবে স্বচ্ছলতার সাথে ভাগ্য দারুণভাবে জড়িত। কয়েকবার ব্যার্থ হয়েও কিছু মানুষকে সফল হতে দেখা যায়। তবে একবার ব্যার্থ হয়ে হাল ছেড়ে দেওয়া মানুষ পাওয়া যায় লক্ষ-কোটি। 'সফলতা-বিফলতা আর ভাগ্য' নিয়ে আমার খুব প্রিয় সারাংশ হলো অনেকটা এমন,

"চেষ্টার সর্বশেষ স্তরের নাম ভাগ্য।"

জীবনে সবচেয়ে কঠিন হচ্ছে একবারের জন্য হলেও কোটিপতি হওয়া। পরে সেটিকে কয়েক কোটিতে বাড়িয়ে ফেলা বেশ সহজ। তবে সবচেয়ে সহজ হচ্ছে কোটিপতি থেকে একদম শূন্য হয়ে রাস্তায় নেমে যাওয়া। এখানেই খরচের খেলা। রাইট ইনভেস্টমেন্ট শুড বি এংগেজড এট রাইট সেক্টর। 'সে ইনকাম করা ভুলে গেছে' - তাই স্বচ্ছল থেকে আজ অস্বচ্ছল, এটি একদম ভুল ধারনা। বরং তিনি শিখেন নাই কিভাবে স্পেন্ড করতে হয়। ইটস অল এবাউট রঙ ইনভেস্টমেন্ট।

শুধু ইনকাম করায় মনোযোগী হলেই হবে না, বরং এই অর্থ কিভাবে খরচ করতে হবে তা শিখতে হবে, অসম্ভব যত্ন নিয়ে জানতে হবে। পয়সা কামানোর শিক্ষাটা জন্মগত, এক ঘন্টা রিক্সা পুল করলেও ২০০ টাকা কামানো যায়। তবে এই ২০০ টাকা দিয়ে কিভাবে রিক্সা গ্যারেজের মালিক হওয়া যায় সেটি রক্তের মাঝে বাই বর্ণ থাকে না। এটিই ক্রিয়েটিভিটি। ভাগ্য এখানে খুবই নগণ্য...

যারা মনে করেন টাকা-পয়সা ইম্পরট্যান্ট না - তারা তো মহামানব। হিমু গোত্রীয়, একেবারেই আলাদা। যদিও আমি তাদের দলের না, আমি মনে থেকে বিশ্বাস করি, অর্থনৈতিক স্বচ্ছলতা সবচেয়ে জরুরী। আমার আমিত্বকে রক্ষা করার সবচেয়ে কাছের বন্ধু স্বচ্ছলতা। একারনেই প্রতিনিয়ত আমি শিখে যাই, 

"হাও টু স্পেন্ড মানি!"

No comments:

Post a Comment

Earn Free Bitcoin Free [ Ads ]